শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০১:১২

নোয়াগাঁও ফাযিল মাদ্রাসা পরিদর্শনে চাঁদপুর জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ রুহুল্লাহ

মো. জাকির হোসেন
নোয়াগাঁও ফাযিল মাদ্রাসা পরিদর্শনে চাঁদপুর জেলা শিক্ষা অফিসার <strong>জনাব মোহাম্মদ রুহুল্লাহ</strong>
ছবি : জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ রুহুল্লাহ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন।

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নোয়াগাঁও ফাযিল মাদ্রাসা পরিদর্শন করেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ রুহুল্লাহ। আজ বুধবার (১৩ নভেম্বর ২০২৫ ইং) সকালে অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে জনাব মোহাম্মদ রুহুল্লাহ ২০২৬ সালের দাখিল, আলিম ও ফাযিল পরীক্ষার ফলাফল উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নির্দেশনা দেন যে, প্রত্যেক শিক্ষক যেন নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থীর দায়িত্ব নিয়ে নিয়মিত তত্ত্বাবধান করেন, যাতে শিক্ষার্থীদের পাঠাভ্যাস ও ফলাফলের ধারাবাহিক উন্নতি নিশ্চিত হয়।

তিনি বলেন, শিক্ষা কার্যক্রমকে আরও শ্রেণিকক্ষনির্ভর ও ফলপ্রসূ করতে হলে শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী ত্রিমাত্রিক সম্পর্ক উন্নয়ন জরুরি। এজন্য নিয়মিত হোম ভিজিটিং, অভিভাবক সমাবেশ আয়োজন এবং শিক্ষার্থীদের মোবাইল ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে সচেতনতা কার্যক্রম চালানোর পরামর্শ দেন।

এ ছাড়াও তিনি শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা, খেলাধুলা ও শরীরচর্চায় সম্পৃক্ততা বৃদ্ধি, এবং সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি মাদ্রাসায় সাপ্তাহিক জলসা চালু রাখা ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির নির্দেশ দেন।

জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ রুহুল্লাহ শিক্ষকবৃন্দকে সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া, পাঠদানের পূর্বপ্রস্তুতি গ্রহণ এবং নির্ধারিত সময় পর্যন্ত প্রতিষ্ঠানে অবস্থান নিশ্চিত করার আহ্বান জানান।

“শিক্ষা উন্নয়নে জেলা শিক্ষা অফিসার ও শিক্ষকদের আন্তরিক আলোচনায় উষ্ণ পরিবেশ”

“শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক একসঙ্গে কাজ করলে নোয়াগাঁও ফাযিল মাদ্রাসা চাঁদপুর জেলার অন্যতম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।” — জনাব মোহাম্মদ রুহুল্লাহ, জেলা শিক্ষা অফিসার।

পরিদর্শন শেষে তিনি মাদ্রাসার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং স্থানীয় অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়